নোটিশ বিস্তারিত
বার্ষিক পরীক্ষা-২৬ এর নোটিশ..
5 জানুয়ারি, 2026
এতদ্বারা অত্র মাদরাসার সকল অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
আগামী ০২/০২/২৬ইং তারিখ রোজ সোমবার থেকে ০৮/০২/২৬ইং রোজ রবিবার পর্যন্ত অত্র মাদরাসার বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশা...আল্লাহ।
অতএব সকল ছাত্র/ছাত্রীদের কে পরীক্ষার প্রস্তুতি গ্রহন এবং নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার ফি জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হল।
*পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৫/০১/২৬ইং রোজ বৃহস্পতিবার এবং ঐদিন থেকেই প্রবেশ পত্র বিতরন করা হতে পারে ইনশা...আল্লাহ।
*উপযুক্ত কারন ব্যতীত কোন ছাত্র/ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন না করিলে সে ছাত্র/ছাত্রীর ভর্তি বাতিল বলে গন্য হবে।
*ডিসেম্বর-২৫ ও জানুয়ারী-২৬ মাসের বেতন সহ সকল বকেয়া (যদি থাকে) আগামী ১৫/০১/২৬ইং রোজ বৃহস্পতিবারের মধ্যেই পরিষোধ করতে হবে।
*০৯/০২/২৬ইং রোজ সোমবার মাদরাসার বার্ষিক শিক্ষা সফরের তারিখ নির্ধারণ করা হয়েছে, অতএব শিক্ষা সফরে যেতে আগ্রহীগণ ১৫/০১/২৬ইং রোজ বৃহস্পতিবারের মধ্যেই নির্ধারিত ফি ১৫০০ (পনের শত টাকা) জমা দেওয়ার জন্য বলা হল।