আমাদের সমৃদ্ধ ইতিহাস

প্রতিষ্ঠা বছর: ২০১৪ খ্রিষ্টাব্দ
ওয়েবসাইট: https://dqfamily.com
প্রতিষ্ঠান: দারুল কুরআন হিফজ মাদরাসা

🔸 প্রতিষ্ঠার পটভূমি

আল্লাহ তা'য়ালার অসীম রহমত ও সমাজের ধর্মপ্রাণ ব্যক্তিবর্গের উদ্যোগে ২০১৪ খ্রিষ্টাব্দে “দারুল কুরআন হিফজ মাদরাসা” প্রতিষ্ঠিত হয়। ইসলামী শিক্ষার প্রসার, হিফজুল কুরআনের ধারাবাহিকতা রক্ষা, এবং নৈতিক চরিত্র গঠনের উদ্দেশ্যে এই মাদ্রাসাটি যাত্রা শুরু করে।

🔸 প্রতিষ্ঠাতা ও মুহতামিম

প্রখ্যাত আলেমে দ্বীন, মাওলানা রফিকুল ইসলাম সাহেব দাঃ বাঃ, যিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের মহান উদ্দেশ্যে এ প্রতিষ্ঠানটির ভিত্তি স্থাপন করেন।

🔸 লক্ষ্য ও উদ্দেশ্য

কুরআন ও হাদীসের সর্বোচ্চ শিক্ষার মাধ্যমে সাহাবায়ে কেরামের নমুনায় ও সালফে সালেহীনদের পদাংকানুসারে খোদাভীরু একদল যুগোপযোগী সচেতন হক্কানী আলেম হিসাবে গড়ে তোলা। তা’লিম-ত্বারবীয়তের মাধ্যমে ছাত্রদেরকে দ্বীনদার দেশপ্রেমিক ও মানবজাতির কল্যানে আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলা। দাওয়াতের মাধ্যমে সমাজের সর্বস্তরে পূর্ণদ্বীন বাস্তবায়ন ও মুসলিম উম্মাহর হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনা। মাতৃভাষা চর্চায় ও সাহিত্যের ময়দানে একদল দূর্বার ,যোগ্য ও কলম সৈনিক তৈরি করা। কুফর , শিরক, বিদ’আত নিরসনে ও সকল প্রকার বাতিলের মুলোৎপাটনের উদ্দেশ্যে ছাত্রদের যোগ্য আলেম হিসেবে গড়ে তোলা।

🔸 মাদরাসার আদর্শ ও চেতনা

এশিয়া উপমহাদেশে ইসলাম ও মুসলামানদের অস্তিত্ব রক্ষায় এবং রাষ্টীয় স্বাধীন সাবভৌমত্বকে অর্জন রক্ষাসহ পাশ্চাত্ববাদী সহশিক্ষা ও বিজাতিয় অপসাংস্কৃতির ছোবল থেকে জাতিকে রক্ষা করা।পূর্ণাঙ্গ দ্বীনি শিক্ষার বিখ্যাত ইসলামী বিদাপীঠ দারুল উলূম দেওবন্দ মাদরাসা ইলম-আমল ও মাজহাবের হেফাজতের সাথে সাথে দেশ ও জাতির হেফাজত ও স্বকীয় মর্যাদা প্রতিষ্ঠার প্রেরনা ছিল এর অন্যতম উৎস। দারুল উলূম দেওবন্দের সেই মোহনা থেকে সূচনা করে পথিবীর আনাচে-কানাচে বয়ে চলেছে ক্বওমী মাদরাসার স্রোতধারা । এই ধারাবহিকাতায় বাংলাদেশেও মানব জাতির  প্রয়োজন পূরণে গাজীপুর সিটির অন্তর্গত “দারুল কুরআন হিফজ মাদরাসাটিও। সেই বিশ্ব বিখাত বিদাপীঠ দারুল উলূম দেওবন্দ মাদরসার আদর্শ ও চিন্তা চেতনায় গড়ে উঠা এটি একটি অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ।

মাদরাসার শিক্ষাস্তর সমূহ ও শিক্ষাব্যবস্থাপনার সংক্ষিপ্ত বিবরণঃ

🔸আমাদের বিভাগসমূহ

বর্তমানে মাদ্রাসায় নিম্নলিখিত বিভাগসমূহ চালু রয়েছে:

১. নূরানী বিভাগ:- এ বিভাগে অল্প বয়সের ছেলে-মেয়েদেরকে বিশেষ ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক দ্বারা শুদ্ধ ভাবে কুরআন মাজীদ শিক্ষা দানের সাথে সাথে দৈনন্দিন জীবন পরিচালনার জন্য আবশ্যকীয় জরুরী মাসলা-মাসায়েল, মাসনুন দুয়া, দুরুদ শরীফ, সুরা-কেরাত ও নামাজ শিক্ষা দেয়া হয়। এছাড়াও প্রাইমারী পর্যায়ের বাংলা, অংক, ইংরেজী শিক্ষার ব্যবস্থাও রয়েছে। যাতে করে এ বিভাগ হতে উত্তীর্ণ কোন শিক্ষার্থী জেনারেল শিক্ষায় অগ্রসর হলেও এ শিক্ষা তার ধর্মীয় জীবনের মূল ভিত্তি হতে পারে । এ বিভাগের শিক্ষার পূর্ণ কোর্স ৩ বছরে সমাপ্ত করা হয়।

২. নাজেরা বিভাগ:- এ বিভাগে নূরাণী  শিক্ষা সমাপ্তকারী শিশুদেরকে তাজবীদ ও সিফাতের উপর বিশেষ গুরুত্ব দিয়ে পূর্ণ কুরআন শরীফ দেখে দেখে বিশুদ্ধ ভাবে পড়া এবং  শিক্ষার্থীদেরকে বিশেষভাবে মশকের মাধ্যমে হিফযের জন্য উপযোগী করে গড়ে তোলা হয়।

৩. হিফজুল কুরআন বিভাগ:- শিশু কিশোরদেরকে অনুর্ধ ৩ বছরে ভিন্ন ভিন্ন সিফাত ও কাইফিয়াত সহ যুগশ্রেষ্ঠ কারীদের ক্বিরাত, মশকের সাথে সম্পুর্ন কুরআন শরীফ উত্তমরুপে হিফয করানোর বিশেষ প্রয়াস। 

৪. শুনানী বিভাগ:- হিফজ সমাপ্ত শিক্ষার্থীদের এক বছরের জন্য নিয়মিতভাবে সম্পূর্ণ কুরআন পুনরায় তিলাওয়াত ও সংশোধনের মাধ্যমে শুনানো হয়। এই পর্যায়ের লক্ষ্য হলো মুখস্থের দৃঢ়তা, উচ্চারণের শুদ্ধতা ও ধারাবাহিকতা বজায় রাখা। এর মাধ্যমে শিক্ষার্থীরা ক্বিরাতে আত্মবিশ্বাস অর্জন করে এবং ভবিষ্যতের হিফজ প্রতিযোগিতা বা অন্যান্য দায়িত্বে আরও পরিপক্ব হয়ে ওঠে।

​​​৫. প্রতিযোগিতা বিভাগ:- শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়। নিয়মিত প্রশিক্ষণ, ক্বিরাত, মাক্বামাত ও তাজবীদের অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশ ও প্রতিষ্ঠানের মর্যাদা তুলে ধরে।

৬. কিতাব বিভাগ:- বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বোর্ডের তত্ত্বাবধানে জামাতে খুসুসী থেকে শরহে বেকায়া পর্যন্ত পাঠদান। 

৭. একাডেমিক বিভাগ:- সাধারণ ও ইসলামিক শিক্ষার পাশাপাশি প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত পাঠদান এবং প্রতিটি স্তরে বয়স ও মানসিক বিকাশ অনুযায়ী পাঠ্যক্রম সাজানো হয়েছে, যাতে করে শিক্ষার্থীরা ভিত্তি থেকে ধাপে ধাপে উন্নত জ্ঞান ও চরিত্র গঠনের পথে অগ্রসর হতে পারে। 

🔸 জাতীয় পর্যায়ে সাফল্য ও অর্জন

প্রতিষ্ঠার পর থেকেই দারুল কুরআন হিফজ মাদরাসা  জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে অসংখ্য পুরস্কার অর্জন করেছে।

►হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কতৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযাগীতায় গাজীপুর জেলায় একাধিকবার পুরুষ্কৃত হয়েছে এবং ঢাকা বিভাগে প্রথম স্থান অর্জন।

►আহবাবুল হুফফাজ ফাউন্ডেশন কর্তৃক আয়াজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় ২য় স্থান।

►আল মারকাজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান।

► ইশাআতুল কুরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৯ম স্থান।

►২০০৭ এবং ২০০৯ এইস এস সি ব্যাচ গাজীপুর কর্তৃক আয়োজিত কুরআন তিলাওয়াত প্রতিযােগিতায় ২০২৪ এ ১ম ও ২য় স্থান সহ মোট ৫ জন সেরা ১০ এ বিজয় লাভ করেছে।

► হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন বাের্ড পরীক্ষায় ২০২৩ এ ১০ জন A+ এবং দুইজন বৃত্তি পেয়েছে। (গাজীপুর জেলায় ৩য়)

► হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন বাের্ড পরীক্ষায়  ২০২৪ এ ১১জন A+ একজন বৃত্তি পেয়েছে। (গাজীপুর জেলায় ৩য়)

► বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বাের্ড পরীক্ষায় ২০২৫ এ ৭ম শ্রেণীতে (নাহবেমীর) একজন বৃত্তি পেয়ে সারা বাংলাদেশে ১১৬তম হয়েছে।

ইসলামি শিক্ষার মানোন্নয়নে মাদ্রাসাটির অবদান সমাজে ব্যাপকভাবে স্বীকৃত হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন প্রখ্যাত ইসলামি প্রতিষ্ঠানে এই মাদ্রাসার উত্তীর্ণ শিক্ষার্থীরা বর্তমানে শিক্ষা কার্যক্রমে নিয়োজিত আছেন।

🔸 শিক্ষক ও প্রশাসনিক কাঠামো

দারুল কুরআন হিফজ মাদরাসাতে বর্তমানে ১৫ জন শিক্ষক ৫ জন কর্মচারী কর্মরত আছেন। প্রত্যেক শিক্ষক কুরআন, হাদীস, তাজবিদ ও ইসলামি আদর্শে সুদক্ষ ও অভিজ্ঞ।
প্রধান মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা রফিকুল ইসলাম সাহেব দাঃ বাঃ, যিনি দীর্ঘদিন ধরে ইসলামি শিক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছেন।

🔸 অবস্থান ও পরিবেশ

মাদ্রাসাটি পশ্চিম চান্দনা, হাজী মার্কেট, ১৭নং ওয়ার্ড, গাজীপুর মহানগনর এ প্রশান্ত ও মনোরম পরিবেশে অবস্থিত। এ প্রতিষ্ঠানে রয়েছে শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ পৃথক বালক ও বালিকা আবাসন ব্যবস্থা এবং সার্বক্ষণিক সি.সি. ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ও বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা সহ আধুনিক প্রযুক্তিনির্ভর অফিস ব্যবস্থাপনা।  

🔸 মাদরাসার বিশেষত্ব

এই মাদরাসাটি কালেকশনমুক্ত একটি স্বতন্ত্র বেসরকারি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান, যা সম্পূর্ণ কালেকশনমুক্ত নীতিতে পরিচালিত। প্রতিষ্ঠানের সকল কার্যক্রম দান, অনুদান বা বহিরাগত সহায়তার পরিবর্তে নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হয়। যার কারনে ছাত্রদের নৈতিক, মানসিক ও চারিত্রিক বিকাশে বিশেষ গুরুত্বের পাশাপাশি স্বচ্ছতা, শৃঙ্খলা ও আন্তরিকতার সমন্বয়ে প্রতিষ্ঠানটি আজ একটি অনন্য দৃষ্টান্ত।

🔸 প্রযুক্তি ও ডিজিটাল ব্যবস্থাপনা

বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে মাদ্রাসাটির নিজস্ব ওয়েবসাইট dqfamily.com এবং মোবাইল অ্যাপস এর সুবিধা চালু করা হয়েছে, যেখানে অভিভাবকরা সহজেই তাদের সন্তানের উপস্থিতি, ফলাফল ও ফি প্রদানের তথ্য সহ মাদ্রাসার যাবতীয় কার্যক্রম মোবাইলের মাধ্যমেই দেখতে পারেন। অনলাইন পেমেন্ট সুবিধার জন্য বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে সরাসরি বেতন/ফি পরিশোধ করা যায়। এই আধুনিক ডিজিটাল ব্যবস্থাপনা মাদ্রাসার প্রশাসনিক কার্যক্রমকে আরও স্বচ্ছ, গতিশীল ও সময়োপযোগী করেছে।

🔸 ভবিষ্যৎ পরিকল্পনা

মাদরাসাটি ভবিষ্যতে শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত করার পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে রয়েছে, দাওরাহ ও আলিম বিভাগ চালু করা, আধুনিক ইসলামিক রিসার্চ সেন্টার স্থাপন, মাদরাসার জন্য প্রয়োজনীয় জমি ক্রয় ইত্যাদি..

🔸 উপসংহার

দারুল কুরআন হিফজ মাদরাসা  তার সূচনা থেকে আজ পর্যন্ত আলোকবর্তিকার মতো সমাজে ইসলামি জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। এটি শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং একটি নৈতিক ও আধ্যাত্মিক প্রশিক্ষণ কেন্দ্র, যেখান থেকে আল্লাহভীরু, দেশপ্রেমিক ও সৎ নাগরিক গড়ে উঠছে।

আল্লাহ তা'য়ালা যেন এই প্রতিষ্ঠানের অগ্রগতি ও কল্যাণময় বরকত দান করেন। আমিন...